মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মহেশখালী প্রতিনিধি •

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ মগডেইল এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া এনামুল হক (২৭) মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল এলাকার পুছন আলীর ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, এনামুল হক ও তাঁর সহপাঠীরা মিলে মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ মগডেইল এলাকার একটি মাঠে রাতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন।

কিছুদিন ধরে পাশের একটি দোকান থেকে বিদ্যুৎ–সংযোগ নিয়ে মাঠে ফুটবল খেলা চালানো হচ্ছিল।

মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষ করে এনামুল হক বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করতে যান।

এ সময় তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

বিদ্যুৎস্পৃষ্টে এনামুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালীর মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) হাসান মাহমুদ।

আরও খবর