উখিয়ায় সৌদি প্রবাসীর বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও স্ট্যাম্প চুরি!

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী বটতলী এলাকায় একটি বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছ।

গত ২৯ মার্চ (বুধবার) আনুমানিক রাত ৯টা থেকে ৩০ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৭টার মধ্যে অজ্ঞাত নামা চোরের দল কৌশলে উল্লেখিত বাড়িতে প্রবেশ করে আলমারিতে রাখা নগদ ৪৫ হাজার টাকা, ২ ভরি ওজনের বিদেশী স্বর্ণালংকার, ৩টি পার্সপোট, বিমানের টিকেট, ১১টি জমি ক্রয়ের ষ্ট্যাম্প সহ আরো মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়।

এ নিয়ে উখিয়া থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আবদুল জলিল।

এ ব্যাপারে ভুক্তভোগী আবদুল জলিল জানান, আমি একজন সৌদি প্রবাসী। গত ৩ মাস পূর্বে আমি দেশে আসি এবং আমার ২ স্ত্রী থাকায় দুজনের জন্য আলাদাভাবে দুটি ঘর রয়েছে। গত ২৮ মার্চ (মঙ্গলবার) আমার দ্বিতীয় স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার সুবাধে ওই বাড়িতে তালাবদ্ধ রেখে আমি প্রথম স্ত্রীর বাড়িতে রাতযাপন করি। কিন্তু তাতেই রাতের মধ্যে আমার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে ঘটে যায় দুঃসাহসিক চুরি।
২৯ মার্চ (বুধবার) আনুমানিক রাত ৯টা থেকে ৩০ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৭টার মধ্যে অজ্ঞাত চোরের দল তালা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে উপরে উল্লেখিত নগদ টাকা, জিনিসপত্র এবং জমি কেনার স্ট্যাম্প চুরি করে নিয়ে আমাকে রাতের মধ্যে যায়। পরে চুরির বিষয়টি আমি পার্শ্ববর্তী বাসিন্দাদের মাধ্যমে জানতে পেরে স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করি।

তিনি আরও জানান, আমার বাড়ি থেকে নগদ টাকা, বিদেশী স্বর্ণালংকার, পার্সপোট ও বিমানের টিকেট ও বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াও আমার কষ্টের টাকায় বিগত ১৮/১৯ বছর আগে থেকে পর্যায়ক্রমে কেনা ৪ একর ৭৬ শতক রিজার্ভ এর পিএফ জমির ক্রয় রশিদ স্ট্যাম্প চুরি করা হয়েছে।

যেখানে স্থানীয় মৃত রুপবান থেকে কেনা ৩৬ শতক জমির স্ট্যাম্প যার (চৌহদ্দি স্থান: মনখালী রাস্তার মাথার দক্ষিণ পাশে নতুন মসজিদের সামনের পূর্ব দিকে)।

এছাড়া, দুই একর আমার আপন ছোট ভাই আবদুল কাদের ও স্থানীয় মসজিদ কমিটি থেকে কেনা যার (চৌহদ্দি স্থান: জমির দক্ষিণে ছমি উল্লাহ, পূর্বে নুরুন্নবী, পশ্চিমে পাহাড় এবং উত্তরে আবদুল মোনাফের জমি)

আর বাকী দুই একর ৪০ শতক স্থানীয় নুরুল কবির, রহমত উল্লাহ, আবদুল খলিলের কাছ থেকে কেনা যার চৌহদ্দি স্থান (উত্তরে শামশুল আলম, দক্ষিণ পাশে আবদুল খলিলের বাড়ি ও পশ্চিমে জান্নাত আলী, পূর্বে পাহাড়)

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, জালিয়াপালং ইউনিয়নের মনখালী বটতলী এলাকায় চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। চুরির বিষয়টি তদন্ত করে দেখছি।

আরও খবর