ছদ্মবেশেও শেষ রক্ষা হলোনা শওকত ডাকাতের: ১৯ বছর পর ধরা!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত শওকত নামে এক যুবককে দীর্ঘ ১৯ বছর পর আটক করতে করতে সক্ষম হয়েছে র‍্যাব।

ধৃত আসামী আইন-শৃংখলা বাহিনীর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য হুজুর’র ছদ্মবেশ ধারণ করে।

২ এপ্রিল (রবিবার) রাতে টেকনাফের হ্নীলা লেদা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে র‌্যাবের অভিযানিক দল।

সে টেকনাফ হ্নীলা আলীখালী এলাকার মৌলভি কালা মিয়ার পুত্র।
৩ এপ্রিল (সোমবার) রাত ১২টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামসুল আলম খান।

তিনি প্রেস বার্তার মাধ্যমে জানান, বিগত ২০০৪ সালে টেকনাফ থানায় শওকত নামে উক্ত যুবকের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছিল। এরপর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত তাকে সাজা প্রদান করে। রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন।

অবশেষে রবিবার সন্ধ্যার দিকে টেকনাফ লেদা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, শওকত একটি ডাকাতি মামলার দন্ডপ্রাপ্ত আসামি। ধৃত যুবক ১৯ বছর যাবত সাজার আদেশটি মাথায় নিয়ে হুজুরের ছদ্মবেশ নিয়ে বিভিন্ন মাজারে পালিয়ে বেড়াচ্ছে। অবশেষে গোপন সংবাদের তথ্য অনুযায়ী র‍্যাবের চৌকষ অভিযানিক দল তাকে আটক করতে সক্ষম হয়।

আরও খবর