শফিউল শাহীন •
ইসলামী ব্যাংক উখিয়া উপজেলা শাখার আয়োজনে “সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৫ টার দিকে উখিয়ার ব্যস্ততম স্টেশন কোটবাজারের ফজল মার্কেটের ইসলামি ব্যাংকের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড উখিয়া, কোটবাজার শাখার এফএ ভি পি এন্ড হেড অফ ব্রাঞ্চ মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ম্যানেজার অপারেশন মোঃ আব্দুস শাকুরের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত হয়ে ব্যাংকিং সেবা ও সমসাময়িক বিষয়ে অলোচনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কবি আদিল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, রাজাপালং এম ইউ ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হক, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার ও উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি রিদোয়ান কাদের।
এতে ইসলামী ব্যাংক কোটবাজার শাখার শতশত গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন রাজাপালং এম ইউ ফাজিল মাদরসার সিনিয়র আরবী প্রভাষক মাওলানা আবুল ফজল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-