নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী আবু সুফিয়ানকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে খুরুশকুল টাইমবাজারের উত্তরপাশের নিজের বসতঘর থেকে তাকে আটক করা হয়।
আটক আবু সুফিয়ান ওই এলাকার মৃত আবু তাহেরের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্বদানকারী কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক সাঈদ।
পুলিশ জানায়, বিশেষ ক্ষমতা আইনসহ আধা ডজন মামলা রয়েছে আবু সুফিয়ানের বিরুদ্ধে।
২০২২ সালের এপ্রিল মাসে জমি দখল সংক্রান্ত বিষয় নিয়ে এলাকাবাসীর উপর এলোপাতাড়ি গুলি করে আবু সুফিয়ান ও তার ভাই মনজুর। এতে ৮ জন গুলিবিদ্ধ হয়। আহত হয় আরো অন্তত ৭ জন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-