মধ্যরাতে উখিয়া ছাত্রলীগের কমিটি ঘোষণা: আহবায়ক তারেক হোসেন মানিক!

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •


মধ্যরাতে ঘোষণা করা হলো কক্সবাজারের উখিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি। জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক আবু মো. মারুফ আদনান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তারেক হোসেন মানিক কে আহবায়ক,২১জনকে যুগ্ন আহবায়ক ও ৪জনকে সদস্য করে কমিটি ঘোষণা করা হয়।

কমিটির যুগ্ন আহবায়কবৃন্দরা হলো মো. সালাহ উদ্দিন,আলমগীর আলম নিশা জুলহাস উদ্দিন টিপু,এনামূল কবির,মারুফ হোসেন খোকা,তারেক আজিজ সুজন,নুরুল আবসার নান্নু, সাইদুল আমিন টিপ্, মিজানুর রহমান আরিয়ান, মোহাম্মদ ইব্রাহিম,মামুন চৌধুরী,আলমগীর হোসেন,আবসার উদ্দিন শান্ত,আলমগীর ফরিদ নিঝুম, জামাল, ছৈয়দ উল্লাহ কায়সার,মহিউদ্দিন জয়,রিদুয়ান কামাল রিদু,মোহাম্মাদ মুবিন চৌধুরী,আবু সুফিয়ান ও ইমরান হোসেন বাবু। সদস্যরা হলো সিরাজুল মোস্তফা, আহসান ছিদ্দিক ইমন,মোহাম্মদ মোর্শেদ ও আল নুর কায়সার সাহির।

এদিকে,দীর্ঘদিন পর হলেও উখিয়া উপজেলা ছাত্রলীগের তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। তারেক হোসেন মানিক দীর্ঘদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ উপজেলাতে ত্যাগ,পরিশ্রম করে রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন।

আরও খবর