এপিবিএনের জালে অস্ত্রসহ ধরা পড়লো রোহিঙ্গা যুবক!

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা।

আটককৃত হলেন উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত আমান উল্লাহর ছেলে নুর কাদের প্রকাশ একিন (৩০)।

আটককৃত রোহিঙ্গাকে দুপুরে কক্সবাজার জেলহাজতে প্রেরণ করা হয়।

বুধবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে উখিয়ার চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৩ ব্লক থেকে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

আরও খবর