ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ভিভিয়ান

  • ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘সর্বশক্তিমান। রমজানের এই বরকতময় প্রথম শুক্রবারে আমাদেরকে সেই মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, যারা আপনার জন্য আন্তরিকভাবে রোজা রাখে। আপনি আমাদের রোজা ও রাতের প্রার্থনা কবুল করুন যা আমরা মন থেকে পালন করে থাকি। সব ভুল থেকে দূরে রাখুন এবং আমাদের সমস্ত গোনাহ মাফ করুন।’

বিনোদন ডেস্ক •

ভারতের জনপ্রিয় টিভি অভিনেতা ভিভিয়ান ডিসেনাকে ঘিরে একের পর এক গুঞ্জন শুরু হয়। ‘পেয়ার কি ইয়ে এক কহানি’ ধারাবাহিকের মাধ্যমের টেলিভিশনে জনপ্রিয়তা পান তিনি। তার পর একের পর জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। বেশ কিছু দিন ধরে অভিনয় জগত থেকে আড়ালে ছিলেন তিনি। লুকিয়ে বিয়ে করার কারণে সম্প্রতি খবরের শিরোনাম হন। শুধু তাই নয়, তাদের একটি কন্যা সন্তানও হয়েছে। এবার ভিভিয়ান ডিসেনা জানালেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের সাথে আলাপকালে এই অভিনেতা বলেন, ‘আমার জীবনে তেমন কোনো পরিবর্তন হয়নি। জন্মসূত্রে আমি খ্রিস্টান, এখন ইসলাম ধর্ম অনুসরণ করি। ২০১৯ সালের পবিত্র রমজান মাস থেকে ইসলাম ধর্ম অনুসরণ করছি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেক শান্তি ও স্বস্তি পাই।’

এসময় বিয়ে-সন্তানের কথাও স্বীকার করেন ভিভিয়ান ডিসেনা। এক বছর আগে মিশরীয় এক নারীকে বিয়ে করেন। মিশরে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এসব তথ্য উল্লেখ করে ভিভিয়ান বলেন, ‘হ্যাঁ, আমি বিবাহিত। আমার ৪ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ে ও সন্তানের খবর আমি জানাতাম। কিন্তু তার জন্য সঠিক সময় প্রয়োজন ছিল।’
<
কিছু দিন ধরে বিয়ে-সন্তান ও ধর্ম পরিবর্তনের নানা গুঞ্জন শোবিজ অঙ্গনে উড়ছে। এ বিষয়ে ভিভিয়ান বলেন, ‘এই সাক্ষাৎকারের মাধ্যমে আমাকে নিয়ে তৈরি নানারকম গুঞ্জনের অবসান ঘটুক।’

এদিকে চলতি রমজানের শুরুতে তাঁর সমস্ত ভক্তদের শুভেচ্ছা জানিয়েছিলেন ভিভিয়ান। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘সর্বশক্তিমান। রমজানের এই বরকতময় প্রথম শুক্রবারে আমাদেরকে সেই মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, যারা আপনার জন্য আন্তরিকভাবে রোজা রাখে। আপনি আমাদের রোজা ও রাতের প্রার্থনা কবুল করুন যা আমরা মন থেকে পালন করে থাকি। সব ভুল থেকে দূরে রাখুন এবং আমাদের সমস্ত গোনাহ মাফ করুন।’

উল্লেখ্য, ভিভিয়ান ডিসেনা জন্মসূত্রে খ্রিস্টান। ২০১৯ সালে এ ধর্ম ত্যাগ করেন তিনি। অনেকদিন ধরেই অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন অভিনেতা ভিভিয়ান ডিসেনা। ‘মধুবালা’ এবং ‘শক্তির’ মতো জনপ্রিয় সিরিয়াল অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছিলেন।

আরও খবর