কক্সবাজারে হোটেল থেকে ভারতীয় পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারে অস্টার ইকো নামের হোটেলে এক ভারতীয় পর্যটকের আকস্মিক মৃত্যু ঘটেছে। বুধবার (২৯ মার্চ) দুপুর ২ টার দিকে হোটেলের বাথরুমে প্রবেশ করে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি৷ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

নিহত ব্যক্তি কুলাচন্দ্র সিং(৭৪), তিনি ভারতের ইম্ফল, মনিপুর এলাকার বাসিন্দা।

জানা গেছে, উক্ত ব্যক্তি গত মঙ্গলবার পরিবারসহ কক্সবাজার বেড়াতে এসে সুগন্ধা পয়েন্টে অবস্থিত হোটেল অস্টার ইকোর ৮০৪ নং রুমে অবস্থান করছিলেন। বুধবার দুপুরে

হোটেলের বাথরুম থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন।

তিনি জানান, ঠিক কি কারণে তার মৃত্যু ঘটেছে তা এখন বলা যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আরও খবর