নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে সংরক্ষিত বন থেকে অবৈধভাবে পাচারকালে বালি ভর্তি ৩টি ডাম্পার জব্দ করেছে উখিয়া বনবিভাগ। এসময় একজনকে আটক করা হয়েছে।
আটককৃত যুবক হলেন, পশ্চিম পালংখালী এলাকার আবুল কাশেমের ছেলে তোফাইল মিয়া।
২৯ মার্চ (বুধবার) দুপুর ১টার দিকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজিবের নেতৃত্বে উখিয়া বন বিভাগের একটি দল অভিযানে যায়। তখন অবৈধভাবে বালি পাচারকালে বালি ভর্তি ৩টি ডাম্পার জব্দ করে মামলা দেয়া হয়েছে। এসময় একজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, বন বিভাগের জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে আমাদের অভিযান চলমান থাকবে।
প্রসঙ্গত, একই দিন গভীররাতে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকায় বিজিবি ও বন বিভাগের যৌথ অভিযান চালিয়ে পাচারের জন্য মজুদ রাখা ডাম্পার ভর্তি অবৈধ গর্জন কাঠ জব্দ করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-