সৌদিতে বাস দুর্ঘটনায় নিহতদের ১৩ জন বাংলাদেশি: কক্সবাজারের তিনজন

সৌদি আরবে ওমরাহ হজযাত্রীদের বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ২২ জনের মধ্যে অন্তত ১৩ জনই বাংলাদেশি। সৌদি আরবে বাংলাদেশি দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে।

নিহতরা হলেন- নোয়াখালীর মোহাম্মদ হেলাল, শহিদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের মামুন মিয়া ও রাসেল মোল্লা, দেবীদ্বারের গিয়াস হামিদ, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কক্সবাজার মহেশখালীর মো. আসিফ, সিফাত উল্লাহ ও মোহাম্মদ হোসেন, গাজীপুরের টঙ্গীর মো. ইমাম হোসাইন রনি, চাঁদপুরের রুক মিয়া, যশোর কোতোয়ালির মোহাম্মদ নাজমুল ও রনি।

এদিকে, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ১৭ জনকে। এদের মধ্যে ৪ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুহেলী সাবরিন জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটিতে ৪৭ আরোহী ছিলেন, এদের মধ্যে ৩৫ জনই বাংলাদেশি। এখনো শনাক্ত করা যায়নি পাঁচ বাংলাদেশিকে।

উল্লেখ্য, গত সোমবার সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আভা জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ২৩ জন আহত হন। বিকাল ৪টার দিকে আগাবত শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আভা জেলায় বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ওমরাহ যাত্রীদের নিয়ে রুবা আল হিজাজ পরিবহণ কোম্পানির ওই বাসটি সন্ধ্যায় মক্কার উদ্দেশে যাচ্ছিল।

আরও খবর