গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মাদক কারবারীদের ফেলে যাওয়া বস্তাভর্তী ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড পুর্ব জোন সেন্টমার্টিনে কর্মরত সদস্যরা।
তবে জব্দকৃত ইয়াবার চালানটির সাথে জড়িত কোন মাদক পাচারকারীকে আটক করতে পারেনি তারা।
সত্যতা নিশ্চিত করে ২৮মার্চ (মঙ্গলবার) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান প্রেস বার্তার মাধ্যমে গণমাধ্যম কর্মিদের জানান, গোপন সংবাদের মাধ্যমে কোস্টগার্ড জানতে পারে ইয়াবার বড় একটি চালান মিয়ানমার থেকে পাচার হয়ে দ্বীপ এলাকায় প্রবেশ করবে।
উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গভীর রাত ২টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্মরত সদস্যরা সেন্টমার্টিন উপকুল থেকে আনুমানিক ১.৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্ব এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন সময়ে অভিযানিক দল দেখতে পায় মিয়ানমার হতে একটি কাঠের ট্রলার বাংলাদেশের জলসীমায় প্রবেশ করছে।
ট্রলারটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা ট্রলারটিকে থামার সংকেত দেয়া হয়।
এসময় ট্রলারের মাঝি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে না থামিয়ে দ্রুত মিয়ানমার সীমানার দিকে পালাতে থাকে। অভিযানিক দলও ট্রলারটিকে ধাওয়া করতে থাকে। একপর্যায়ে ট্রলারে থাকা মাদক পাচারকারীরা পলিথিন দিয়ে মোড়ানো বাদামী রঙের বেশ কয়েকটি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত গতিতে মিয়ানমার জলসীমার দিকে চলে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা সর্বমোট ১০টি বস্তা পানি থেকে উদ্ধার করে। বস্তাগুলো তল্লাশি করে ৭,০০,০০০ (সাত লক্ষ) পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবার চালানটি পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-