উখিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ যুবক আটক

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :

কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র‍্যাব-১৫।

২৬ মার্চ (রোববার) রাত ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের গজুঘোনা এলাকা থেকে আটক করা হয়।

আটক যুবক, পালংখালীর থাইংখালী গজুঘোনা এলাকার আবদুর রহিমের পুত্র সাইফুল ইসলাম বাবুল।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ শামসুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করলে উখিয়ার পালংখালীর গজুঘোনার আব্দুর রহমানের বাড়ির নিকট পৌঁছালে একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র‍্যাবের হাতে ধৃত হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গীর পিছনের কোচায় কোমরে বিশেষ কৌশলে রাখা লাইসেন্সবিহীন একটি দেশীয় তৈরী এল.জি (অস্ত্র) উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, স্থানীয়সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী একজন অস্ত্রধারী সন্ত্রাসী, দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন এলাকার লোকজনদের মধ্যে প্রভাব বিস্তারের মাধ্যমে সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে।

উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর