জিহাদ •
স্বাধীনতা তুমি মুক্ত আকাশে উদীত মহান রবি,
যার প্রাভাতে আলোকিত হলো মুক্ত পথের ছবি ।
সাধীনতা তুমি ক্রুদের অনলে জয়ের অঙ্গীকার,
স্বাধীনতা তুমি কোটি প্রাণের বাঁচার অধিকার!
স্বাধীনতা তুমি ধুলোমাখা পথে মা হারা সেই শিশু
রক্তে রাঙানো শক্ত মানবের নাম রাখা সেই পশু ।
স্বাধীনতা তুমি সয়ে যাওয়া সেই নির্মন অত্যাচার ।
অজানা পথে হেটে যাওয়া শিশুর বাঁচার অধিকার ।
স্বাধীনতা তুমি জীবন বিলানো গল্পের রূপকার;
স্বাধীনতা তুমি নজরুলেরই কবিতার সেই বীর
স্বপ্ন জাগাতে দামামা বাজাতে উন্নত মম শীর
স্বাধীনতা তুমি শত যুবকের ঘুরে দাড়ানোর ছবি ।
কৃষাণ মজুর শপথ তুলে ফুটানো নতুন রবি ।
স্বাধীনতা তুমি দিবার দুয়ারে মুক্ত পথের দ্বার;
স্বাধীনতা তুমি বীর মুজিবের জয় বাংলার গান ।
চোখের পলকে ঠুটার ঝলকে ঝড়ে পড়া শত প্রাণ ।
স্বাধীনতা তুমি মেজর জিয়ার স্বাধীন দেশের চিঠি.
দানব জাতির মানব কাছে হেরে যাওয়া সেই ইতি
স্বাধীনতা তুমি বাঁধ ভাঙানো রক্ত নদীর পাড় ;
স্বাধীনতা তুমি একাত্তরের লক্ষ প্রাণের স্পন্দন
জাত ভেদাভেদ সব করে ভেদ উঠলো নতুন বন্ধন
সাধীনতা তুমি সর্বহারা মায়ের মলিন মুখের হাসি
রক্ত পথের বাংলা মা গো তুমায় ভালবাসি ।
স্বাধীনতা তুমি দানবের কাছে অসীম দুনির্বার ;
স্বাধীনতা তুমি কোটি প্রাণের বাঁচার অধিকার!
___________________________________________________
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-