মহান স্বাধীনতা দিবসে উখিয়া উপজেলা প্রশাসনের পুষ্পমাল্য অর্পণ

ইমরান আল মাহমুদ:
মহান স্বাধীনতা দিবসে সুর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধে আত্নত্যাগকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পমাল্য অর্পণ করেছে উখিয়া উপজেলা প্রশাসন।

রবিবার(২৬ মার্চ) উখিয়া কেন্দ্রীয় শহিদ মিনারে এ পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত কর্মকর্তাবৃন্দ। পুষ্পমাল্য অর্পণে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করবে উপজেলা প্রশাসন।

আরও খবর