উখিয়ায় রমজানের দ্বিতীয় দিনেও বাজারে প্রশাসন: জরিমানা গুনল অসাধু ব্যবসায়ীরা!

ইমরান আল মাহমুদ:
পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির দায়ে উখিয়ায় ১১হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

শনিবার(২৫ মার্চ) দুপুরে উখিয়া দারোগা বাজার ও কোর্টবাজার স্টেশনে বাজার মনিটরিং করা হয়। এর আগে গতকাল রমজানের প্রথমদিন বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। রমজানের দ্বিতীয়দিনে বাজার মনিটরিং করে উখিয়া দারোগা বাজার ও কোর্টবাজার তরকারি বাজার,মুদির দোকানে পণ্যমূল্যের তালিকা না রাখার দায়ে ৪টি মামলায় ১১হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ। এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলম সহ থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

অভিযানের ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কক্সবাজার জার্নাল কে বলেন,”পবিত্র রমজান মাসে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রোধে বাজার মনিটরিং করা হয়। প্রথমে উখিয়া দারোগা বাজার ও পরে কোর্টবাজার স্টেশনে অভিযান পরিচালনা করে পণ্যমূল্য তালিকা না রাখার দায়ে ৪টি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১১হাজার টাকা জরিমানা আদায় করা এবং পরবর্তীতে পণ্যমূল্য তালিকা টাঙানোর জন্য সতর্কবার্তা দেওয়া হয়। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।”

আরও খবর