নিজস্ব প্রতিবেদক, উখিয়া •
চট্টগ্রামের বাঁশখালীর পুইছড়ি ইউনিয়নের সীমান্ত সেতুর পশ্চিম পাশে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
২৩ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত যুবক হলেন, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ২নং ওয়ার্ড লম্বরী পাড়া এলাকার ইমাম শরিফের পুত্র মো: রাসেল (৩২)।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত সেতুর উত্তর পাশের কালুর দোকানের সামনে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-