চকরিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ২

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারের চকরিয়ায় হারবাং পুলিশ ফাঁড়ির অভিযানে বন মামলায় সাজাপ্রাপ্তসহ দুই আসামিকে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, বন-১৪/১৮ মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ার বানিয়াছড়া এলাকার মৃত ফিরোজ আহমদের ছেলে মো. আরিফ (৩৫) ও বন-২৯/১৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মহেশখালী পাড়ার ইমাম হোসেনের ছেলে মো. ওসমান (২৫)।

চকরিয়া হারবাং পুলিশ ফাঁড়ির সূত্রে জানা যায়, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদের নির্দেশনায় হারবাং পুলিশ ফাঁড়ির আইসি কাইছার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী সঙ্গীয় ফোর্স এসআই শামীম, এএসআই রাজীবসহ অভিযান পরিচালনা করে শুক্রবার গভীর রাতে তাদের আটক করা হয়।

আরও পড়ুন : চকরিয়ায় বন মামলায় সাজাপ্রাপ্ত ৪ আসামিসহ আটক ৬

বিষয়টি নিশ্চিত করে হারবাং পুলিশ ফাঁড়ির আইসি কাইছার হামিদ জানান, বন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত দুই আসামিকে আটকের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বন মামলার চারজন সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৬ জন আটকের ছবি

প্রসঙ্গত, হারবাং পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে গত ২০ বৃহস্পতিবার হারবাংয়ের বড়ইতলী এলাকায় অভিযান পরিচালনা করে বন মামলার আরও চারজন সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৬ জনকে আটক করা হয়।

আরও খবর