রোহিঙ্গার বসতঘরে মিললো অস্ত্র ও গুলি!

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :


কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ক্যাম্প-৮ ওয়েস্ট এর একটি বসতঘর থেকে ওয়ানশুটারগান ও গুলিসহ শামসুল আলম(৩৫) নামের এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ১৪ এপিবিএন সদস্যরা।

গতকাল রবিবার(৩০ জুন) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএন অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালের নির্দেশে ও সহ অধিনায়ক পুলিশ সুপার আরেফিন জুয়েলের তত্বাবধানে সহকারী পুলিশ সুপার অংশু কুমার দেব’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল জানান,”গ্রেফতার আসামি ক্যাম্প-৮ ওয়েস্ট এর এইচ-৩৭ ব্লকের আব্দুর রাজ্জাকের ছেলে শামসুল আলম। তার বসতঘর থেকে একটি ওয়ানশুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে অস্ত্র ও গুলিসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও ক্যাম্পে অপরাধ দমনে ১৪এপিবিএন সর্বদা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছে বলে জানান তিনি।”