নাফ নদীতে ভাসমান বাবা-ছেলের লাশ উদ্ধার

টেকনাফ সংবাদদাতা :

কক্সবাজারের টেকনাফ নাফনদীতে মাছ শিকারে গিয়ে দুই দিন ধরে নিখোঁজ দুই রোহিঙ্গা জেলের মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বুধবার (৩ জুলাই) বিকালে দমদমিয়ার কেয়ারিঘাটের উত্তর ও দক্ষিণ পয়েন্ট হতে পৃথকভাবে মৃতদেহ দুটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধাররা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের হ্নীলা জাদীমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৭ নম্বর ব্লকের বাসিন্দা ছালামত উল্লাহর ছেলে নুরুল্লাহ (৩৯) ও নুরুল্লাহর ছেলে রুহুল আমিন (১৩)। দু’জন সম্পর্কে বাবা-ছেলে।

টেকনাফ নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল কাসেম বলেন, গত সোমবার নাফনদীতে মাছ শিকারে গিয়ে বাবা-ছেলে নিখোঁজ হয়।

নিখোঁজের খবর পেয়ে আজ বিকেলে টেকনাফ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করি। একপর্যায়ে দমদমিয়ার কেয়ারিঘাটের উত্তর ও দক্ষিণ পাশ থেকে পৃথকভাবে মৃতদেহ দুটি উদ্ধার করতে সক্ষম হই। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।