উখিয়ায় চলছে সৈকত দখল করে স্থাপনা নির্মাণের প্রতিযোগিতা!

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল ডটকম :

কক্সবাজার সমুদ্র সৈকতের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় (ইসিএ) ঝাউবন উজাড় করে রাতের আঁধারে চলছে স্থাপনা নির্মাণ। উখিয়া উপজেলার সোনারপাড়া সৈকতের মংগাইয়ার টেক এলাকায় এ দৃশ্য দেখা যায়।

২০১১ সালে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইসিএ এলাকায় স্থায়ী ও ক্ষতিকারক অস্থায়ী স্থাপনা তৈরিতে নিষেধ আছে। ‘হিউম্যান রাইটস অ্যাড পিস ফর বাংলাদেশ’ এর পক্ষ থেকে সৈকত রক্ষায় একটি রিট মামলা দায়ের করা হয়। ওই মামলার প্রেক্ষিতে ২০১১ সালের ৭ জুন কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সৈকত রক্ষা এবং সংরক্ষণ করার নির্দেশনা দেন হাইকোর্ট।

সরেজমিন ঘুরে দেখা যায়, সৈকতের সোনারপাড়া এলাকায় ঝাউবন দখল করে কাঠের স্থাপনা নির্মাণ করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ঝাউবন উজাড় করে কৌশলে বাড়িঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে শতাধিক পরিবার। এরপরে নিষেধাজ্ঞা থাকা স্বত্তেও স্থাপনা নির্মাণ করে ঝাউবন দখল করছে একটি চক্র।

এদিকে, দিন দিন ঝাউবন উজাড় করে ইসিএ এলাকায় স্থাপনা নির্মাণে পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন পরিবেশবাদীরা।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন কক্সবাজার শহর শাখার সভাপতি ইরফান উল হাসান জানান,” পরিবেশের মারাত্মক ক্ষতিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে। এভাবে ঝাউবন দখল সহ স্থাপনা নির্মাণের ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। তাই, দ্রুত স্থাপনা উচ্ছেদ করে পরিবেশকে বিপর্যয়ের কবল থেকে রক্ষার দাবি জানান তিনি।”

সৈকতে ঝাউবন দখল করে স্থাপনা নির্মাণের বিষয়ে উখিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ জানান,”ইসিএ এলাকায় স্থাপনা নির্মাণ নিষেধ। সোনারপাড়া এলাকায় ইতিপূর্বেও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পুনরায় নির্মাণ করা হলে উচ্ছেদ করা হবে।”

আরও খবর