রামুতে ইয়াবা ও গাঁজাসহ আজিম গ্রেফতার

রামু প্রতিনিধি •

কক্সবাজারের রামু থেকে ৪১৫ ইয়াবা ও ১৩ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা।

গত শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে উপজেলার কচ্ছপিয়া ইউপির দোছড়ি এলাকার কাটামোড়া এলাকায় এ অভিযান চালায় নাইক্ষ্যংছড়িস্থ বিজিবির ১১ ব্যাটালিয়ন।

আটক ব্যচক্তির মোঃ নুরুল আজিম (৫৫), সে কচ্ছপিয়া ইউপির দোছড়ি দক্ষিণকুল গ্রামের জায়ফুল মালেকের ছেলে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে রামু থানায় সোর্পদ করা হয়েছে।

বিজিবি জানায়-সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি বিজিবি শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং তাদের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ব্যবসা ও চোরাচালানসহ যেকোন ধরনের চোরাচালন কঠোর হস্তে দমন করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এছাড়াও সীমান্ত এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচারসহ অবৈধভাবে বার্মিজ গরু, অস্ত্র, অবৈধ কাঠ পাচার/পরিবহন, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং অত্র এলাকায় যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকব।