বঙ্গোপসাগরে লঘুচাপ

সেন্টমার্টিনের সাথে টেকনাফ ও কক্সবাজারের যোগাযোগ বিচ্ছিন্ন, দ্বীপে ভাঙন

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ ◑

উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। এ কারণে কক্সবাজার সমুদ্র বন্দরকে তিন নং স্হানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় সেন্টমার্টিন দ্বীপে প্রবেশ করছে জোয়ারের পানি।এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দ্বীপের আশপাশের বিভিন্ন এলাকা ও পুলিশ ফাঁড়ি সহ গুরুত্বপূর্ণ অংশ।

রাতে সেন্টমার্টিন নৌ ঘাটে নোঙ্গর করা অবস্থায় ডুবে গেছে চারটি ফিশিং বোট ও একটি সার্ভিস বোট।দ্বীপের হোটেল প্রিন্স ও প্রাসাদের সামনে ভাঙ্গন শুরু হয়েছে।

এদিকে দুর্যোগপূর্ণ আবাহাওয়ায় সাগর উত্তাল থাকায় সেন্টমার্টিন দ্বীপের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে টেকনাফ ও কক্সবাজারের। কক্সবাজার থেকে পর্যটকবাহী কর্নফুলী জাহাজটি আসতে না পারায় শতাধিক পর্যটক (সম্ভাব্য) ফিরে যেতে পারেনি কক্সবাজারে।

সেন্টমার্টিন ইউপি মেম্বার ও সদস্য সেন্টমার্টিন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্হাপনা কমিটি সদস্য হাবিব জানান, লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় টেকনাফ ও কক্সবাজারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।এছাড়া সামুদ্রিক জোয়ারে দ্বীপে ভাঙন দেখা দিয়েছে।