লাইটহাউস মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা হাফেজ নেজাম উদ্দিন এর ইন্তেকাল: জানাজা বাদ এশা

এম. কলিম উল্লাহ ◑

কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক পরিচালক, বিষয় ভিত্তিক বহু গ্রন্থ প্রণেতা বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হাফেজ নেজাম উদ্দিন ইন্তেকাল করেছেন।

আজ দুপুর ২ টায় মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মাঝের ডেইল গ্রামে তাহার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।

মাওলানা হাফেজ নেজাম উদ্দিন মহেশখালী উপজেলার মাঝের ডেইল গ্রামের মরহুম হাসমত আলীর ছেলে।

এদিকে মাওলানা হাফেজ নেজাম উদ্দিন মৃত্যুতে জেলা
ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ও দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ আলী শোক প্রকাশ করে বলেন, তিনি ১৯৮৩ সালে লাইট হাউজ মাদ্রাসা প্রতিষ্ঠা সহ অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠানে খেদমতে নিয়োজিত ছিলেন। কর্মজীবনের সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল ও সদালাপী ছিলেন। তাহার মৃত্যুতে আমরা দ্বীনি খেদমতের একজন উজ্জ্বল নক্ষত্র কে হারিয়েছি।

উল্লেখ্য, তিনি দীর্ঘ দিন ধরে হার্টের রোগসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স ৭১ বছর এবং ৩ ছেলে ৫ মেয়ে রেখে যান।

আজ এশার নামাজের পর মুন্সীর ডেইল ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে জানিয়েছেন তার পরিবার।