অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার

মেরিন ড্রাইভে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ মেম্বার পুত্র নিহত

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑ 

টেকনাফে পুলিশের সাথে গোলাগুলিতে বহু মামলার পলাতক আসামী ‘মাদক কারবারী’ আরিফ নামে চিহ্নিত এক সন্ত্রাসী নিহত।

নিহত যুবক হচ্ছে, টেকনাফ সদর ইউনিয়ন মহেশখালীয়া পাড়া এলাকার ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম(২৫)। উক্ত ঘটনায় টেকনাফ এএসআই রামসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল তল্লাশী করে অস্ত্র,গুলি ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

তথ্য সূত্রে জানা যায়, ১৬ মে (শনিবার) ভোর রাতের দিকে আটক আসামীর তথ্য অনুযায়ী টেকনাফ সদর ইউনিয়ন মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ সংলগ্ন ফিশিং ঘাট এলাকায় লুকিয়ে রাখা মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে গেলে আটক আসামীর সহযোগীদের সাথে গোলাগুলির ঘটনা ঘটে।

অপরাধীদের ছোঁড়া গুলিতে ৪ পুলিশ সদস্য আহত হলে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায় এতে মাদক কারবারে জড়িত বহু মামলার পলাতক আসামী সন্ত্রাসী আরিফ গুলিবিদ্ধ হয়। এরপর পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ কক্সবাজার জার্নালকে জানান গোলাগুলিতে নিহত যুবক চিহ্নিত মাদক কারবারী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক, হত্যাসহ ১০/১২টি মামলা রয়েছে।