মহেশখালীতে স্পিডবোট ডু্বে যুবকের ‍মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মহেশখালী ◑

কক্সবাজারের মহেশখালীতে নৌ চ্যানেলে স্পিডবোট ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মাসুদুর রহমান (৩৮)।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মাসুদ নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র রেশন ঠিকাদার। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন স্পিডবোট ডুবে যুবকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, স্পিডবোটে চারজন যাত্রী ছিল। স্পিডবোটটি কক্সবাজার থেকে রিজার্ভ ভাড়ায় মহেশখালীর সোনাদিয়া যাচ্ছিল। পথিমধ্যে জোয়ারের ধাক্কায় স্পিডবোটটি ডুবে যায়। পরে দুইজন যাত্রী সাতঁরিয়ে কূলে উঠে আসেন। অন্য দু’জনকে উদ্ধার করে বেলা ২টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা একটু উন্নতির দিকে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মহেশখালী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার আরো জানান, শনিবার বেলা ৩টা পর্যন্ত সাতঁরিয়ে কূলে উঠা দুজনের খোঁজ মিলেনি। মহেশখালী থানা পুলিশ এ বিষয়ে বেশ তৎপর রয়েছে বলেও তিনি জানান।