মহেশখালীতে সীমানা বিরোধের জেরে ধস্তাধস্তিতে বৃদ্ধ নিহত

হারুনর রশিদ, মহেশখালী:

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের বানিয়াকাটা এলাকায় সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে ধস্তাধস্তিতে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহতের নাম গোলাম কুদ্দুস(৫৫),তিনি বানিয়াকাটা এলাকার দুদু মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে ১১ মে সকাল সাড়ে ৮টার দিকে নিহতের বসতবাড়ীর পাশে।
স্থানীয়রা জানিয়েছেন, একই এলাকার নুর হোসেন,নুরুল আলম,জাফর ইকবাল সাগর এর সাথে ভিটাবাড়ীর সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে ধস্তাধস্তিতে বৃদ্ধ গোলাম কুদ্দুস ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে এবং বাড়ীতে নেওয়ার পথে মৃত্যুর কুলে ঢলে পড়ে।

হোয়ানক পুলিশ ফাঁড়ির এএসআই সফিকুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত নুর হোসেন ও জাফর ইকবাল সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এএসআই সফিকুল ইসলাম এপ্রতিবেদক কে জানান- নিহত বৃদ্ধার শরীরে আঘাতের চিহ্ন নেই, তবে লাশের ময়না তদন্তের রিপোর্টে জানা যাবে নিহতের বিষয়টি।
এ ব্যাপারে হোয়ানক ইপির চেয়ারম্যান মো: মোস্তফা কামাল জানান- নিহত বৃদ্ধ আগে থেকে অসুস্থ ছিল। আজ সকালে বসতবাড়ীর সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে সে ষ্টোক করে এবং বাড়ীতে নিয়ে যাওয়ার সময় মৃত্যুর হয়।