ডিসেম্বরে টেকনাফ স্থলবন্দরে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফ স্থলবন্দরে বিদায়ী বছর ২০১৯ সালের শেষ (ডিসেম্বর) মাসে ২০ কোটি, ৯৭ লক্ষ, ৯৯ হাজার টাকার রাজস্ব আদায় হয়েছে।

যা প্রতিমাসের লক্ষ্যমাত্রার চেয়ে ৭ কোটি, ৪২ লক্ষ,৭৪ হাজার টাকা বেশি রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে। এর আগের মাসের টার্গেট ছিল ১৩ কোটি, ৫৫ লক্ষ,২৫ হাজার টাকা।

স্থল বন্দর শুল্ক কর্মকর্তা নুরুল আবছার জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বানিজ্যের আওতায় বিদায়ী বছরের শেষ মাসে ৫১৬টি বিল অব এন্ট্রির বিপরীতে মিয়ানমার থেকে ১১৫ কোটি,১০ লক্ষ,৭৭ হাজার টাকার পন্য আমদানী করেছে ব্যবসায়ীরা।
এই পন্য থেকে রাজস্ব আয় হয়েছে ২০ কোটি, ৯৭ লক্ষ, ৯৯ হাজার টাকা।

অপরদিকে ৫৮টি বিল অব এক্সপোর্ট করার মাধ্যমে ২ কোটি,৫ লক্ষ, ৬৩ হাজার টাকার বিভিন্ন প্রকার দেশীয় পন্য মিয়ানমারে রপ্তানী করা হয়েছে।

এদিকে ২০১৯ সালের (ডিসেম্বর) মাসে শাহপরীরদ্বীপ গবাদি পশুর করিডোর দিয়ে ২৯৪৫টি গরু,১৪৪২টি মহিষ ও ৯টি ছাগল আমদানী করে রাজস্ব আদায় হয়েছে ২১ লক্ষ,৯৫ হাজার ৩শত টাকা।