টেকনাফের ইয়াবাকারবারী তাহেরের বাড়ির মালামাল ক্রোক

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার আলোচিত ইয়াবা কারবারি আবু তাহেরের বাড়ির মালামাল ক্রোক করেছে পুলিশ।

২০ জানুয়ারি সোমবার বিকাল ৫ টার দিকে টেকনাফ মডেল থানার এএসআই কাজী সাইফ উদ্দিন একটি টিম নিয়ে কক্সবাজার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে তার বাড়ির বিভিন্ন মালামাল ক্রোক করে থানার হেফাজতে নিয়ে যান।

জানা যায়, গত ২০১৭ সনের ১৯ সেপ্টেম্বর হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের জলিল আহমদের ছেলে আবু তাহেরের (২৯) বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত জিআর ৯১৬/১৭ নাম্বার মামলা দায়ের করা হয়। এ মামলায় ইয়াবাকারবারী আবু তাহের আদালতে হাজির হয়নি। কক্সবাজার-৪ নম্বর আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসামী আবু তাহেরকে হাজির করার জন্য আসামীর বাড়ির মালামাল ক্রোকের আদেশ প্রদান করেন। এ আদেশের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবাকারবারী আবু তাহেরের সুরম্য অট্টালিকার মালামাল ক্রোক করে পুলিশ।

এবিষয়ে টেকনাফ মডেল থানার এএসআই কাজী সাইফ উদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের আদেশক্রমে আবু তাহেরের বাড়ীর মালামাল ক্রোক করা হয়েছে।