চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ ১৩ জন নিহত

চট্টগ্রাম ◑ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বেপরোয়া ট্রাকের সাথে যাত্রীবাহী পিকঅাপের মুখোমুখি সংঘর্ষে দুই সহোদরসহ ১৩ জন নিহত হয়েছে। এতে যাত্রীবাহী পিকআপটি দুমড়ে মুচড়ে যায়।

নিহতদের মধ্যে গাড়ির চালক ও হেলপার রয়েছে। এতে ৫ জন আহত হয়েছে বলে ঘটনাস্থলে দায়িত্বরত এক পুলিশ জানায়।

গত (২১ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে দোহাজারী হাইওয়ে পুলিশ ১১ টি লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়ার পর স্বজনদের মাঝে হস্তান্তর করে। বাকী দুজনের লাশ হাসপাতাল থেকে স্বজনরা নিয়ে যায় বলে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগাড়ার অামিরাবাদ বটতলী স্টেশন যাত্রী নিয়ে পিকআপ (লেগুনা) চকরিয়ার দিকে যাচ্ছিলেন। মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া ফরেস্ট অফিস এলাকায় যাত্রীবাহী পিকআপটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া মালবাহী ট্রাক ( ঢাকা মেট্টো-ট–২২-৩৯৪৮) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ১০ জন মারা যায়। পরে পদুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অারো ৩ জন মারা যায়।

এতে নিহতরা হলেন, বান্দরবান লামা উপজেলার আজিজনগরের আব্বাস উদ্দিনের দুই ছেলে জসিম উদ্দিন (২৮), বেলাল হোসেন তাওরাত (১৭), নাইক্ষ্যণছড়ি বাইশারীর কালা মিয়ার ছেলে মো. বাদশা (৩৮), চকরিয়ার উত্তর হারবাং এলাকার মৃত আমির হোসেনের ছেলে মো. আবদুস ছালাম (৭০), চুনতি মিরিখিল এলাকার আবদুর রশিদের ছেলে সিরাজুল ইসলাম (৪০), বড়হাতিয়া কুমিরাঘোনার আবদুল মাবুদের ছেলে মো. রুবেল (২০), লোহাগাড়ার আধুনগর লোহারদিঘীর পাড়
এলাকার জাফর আহমদ ছেলে জহির উদ্দিন (২৮), উত্তর কলাউজানের আবুল হোসেনের ছেলে মো. এনাম (৪৪), লেগুনার চালক চকরিয়া উপজেলার মৃত ছৈয়দ আহমদ ছেলে মো. ফরহাদ (১৫), চকরিয়া গর্জনিয়া পাহাড় এলাকার নূর মোহাম্মদের ছেলে মো. সুমন (১৫), আজিজনগরের আবদুর রশিদ (৫০)। নিহত অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।

এব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত জানান, রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় বেপরোয়া ট্রাকের সাথে যাত্রীবাহী পিকআপের (লেগুনা) মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহাক ১৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের লাশ থানা হেফাজতে নেয়ার পর স্বজনদের মাঝে হস্তান্তর করা হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও যাত্রীবাহী পিকআপ পুলিশ হেফাজতে আনা হয়েছে।