চকরিয়ায় কোয়ারেন্টাইনে না থাকায় মালয়েশিয়া প্রবাসীকে জরিমানা

রাজু দাশ, চকরিয়া ◑
হোম কোয়ারেন্টাইনে না থাকায় কক্সবাজার চকরিয়া পৌরশহরে এক মালেয়শিয়া প্রবাসী থেকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসিল্যান্ড মোঃ তানভীর হোসেন জানান, করোনা ভাইরাস নিয়ে আমরা প্রতিনিয়ত উপজেলার সর্বত্রই মানুষজনকে সচেতনতামূলক পরামর্শ দিয়ে আসছি। এরই মধ্যে বৃহস্পতিবার সকাল বেলায় খবর পেলাম পৌর শহরে ৬নং ওয়ার্ডে এলাকায় নুরুল আলামের ছেলে আসিবুল হাসনাত রাফি (২৭) নামে এক যুবক মালেশিয়া থেকে ১৭ মার্চ মধ্য রাতে নিজ বাড়িতে আসেন। কিন্তু মালেশিয়া থেকে আসার পর হোম কোয়ারেন্টাইন অমান্য করে আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করা জন্য ঘুরাফেরা করতেছেন।
পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে তাকে জরিমানা করা হয়। সেই সাথে ১৫ দিন নিজ বাড়িতে তাকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।