কক্সবাজারে রোববার টেষ্টে রোহিঙ্গাসহ ৩৭ জনের করোনা পজেটিভ

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে রোববার ৭ জুন ২৫৬ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৩৭ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। তারমধ্যে, কক্সবাজার জেলার ৩১ জন ও ভিন্ন জেলার ৫ জন ও রোহিঙ্গা শরনার্থী ১ জনের ‘পজেটিভ’ রিপোর্ট রয়েছে। বাকী ২১৯ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

রোববার ৭ জুন ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৩৭ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১৪ জন, উখিয়া উপজেলায় ৭ জন, চকরিয়া উপজেলায় ৮জন, পেকুয়া উপজেলায় ১জন ও রামু উপজেলায় ১জন। এছাড়া রোহিঙ্গা শরনার্থী পাওয়া গেছে ১ জন। এছাড়া বান্দরবানে ১ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১জন এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৩ জন।

এনিয়ে কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১০৫০ জন। যারমধ্যে ৩২জন রোহিঙ্গা শরনার্থীও রয়েছে।

কক্সবাজার জেলায় করোনা রোগী মৃত্যুবরণ করেছেন মোট ২৩জন। যারমধ্যে, একজন রোহিঙ্গা শরনার্থীও রয়েছে।

এদিকে, এ পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪২০ জন। রামু উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭৬জন। চকরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯৮জন। পেকুয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫০জন। মহেশখালী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩৫জন। কুতুবদিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩জন। টেকনাফ উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪৮জন। উখিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৬০জন।

রোহিঙ্গা শরনার্থী আক্রান্ত হয়েছেন ৩২জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে মোট ৭৯৪৭ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৮৮ জন করোনা রোগী।