কক্সবাজারে মঙ্গলবার ৬২জনের করোনা পজিটিভ ,পুরাতন ৩

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মঙ্গলবার ২জুন ২৩৩জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৬৫জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।

তারমধ্যে, কক্সবাজার জেলার ৬১জন, রোহিঙ্গা ভিন্ন জেলার ১জন এবং পুরাতন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর ফলোআপ টেস্টে ৩ জনের ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া গেছে। বাকী ১৬৮জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ২জুন নতুন ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৬১জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৩৬জন, উখিয়া উপজেলায় ৫জন, টেকনাফ উপজেলায় ২জন, রামু উপজেলায় ১জন, পেকুয়া উপজেলায় ৬জন, চকরিয়া উপজেলায় ৮জন, মহেশখালী উপজেলায় ২জন ও কুতুবদিয়া উপজেলায় ১জন। এছাড়া চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার ১জন বাসিন্দা রয়েছে।

তাছাড়া, আগে থেকেই করোনা আক্রান্ত হওয়া চকরিয়া উপজেলার ৩জন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট একইদিন ‘পজেটিভ’ পাওয়া যায়।

এনিয়ে কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৮৬৩ জন। যারমধ্যে ৩২জন রোহিঙ্গা শরনার্থীও রয়েছে।

কক্সবাজার জেলায় করোনা রোগী মৃত্যুবরণ করেছেন মোট ১৬জন। যারমধ্যে একজন রোহিঙ্গা শরনার্থী রয়েছে।

এদিকে, এ পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩৫৭ জন। রামু উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪৯জন। চকরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৮১জন। পেকুয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪৭জন। মহেশখালী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩৪জন। কুতুবদিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩জন। টেকনাফ উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩৮জন। উখিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ১১৩জন।

রোহিঙ্গা শরনার্থী আক্রান্ত হয়েছেন ৩২জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে মোট ৭২৭৩ জনের।