কক্সবাজারে অবহেলিত বার্মিজ মার্কেটের হাজার কর্মচারী

আসিফুল করিম, কক্সবাজার ◑

কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বৃহত্তর বার্মিজ মার্কেট সারাদেশে বহুল পরিচিত। খোঁজ নিয়ে জানা যায়, কক্সবাজারে ছোট-বড় প্রায় ৪৫০টি দোকান রয়েছে যা সবগুলো ভাড়ায় । আর এই দোকানে কর্মচারী রয়েছে প্রায় হাজারের মত।

সারাদেশে করোনা মহামারী ছড়িয়ে পড়ায় সরকার কর্তৃক লকডাউন ঘোষণা করার কারণে ৩মাস ধরে বন্ধ সকল দোকানপাট। দীর্ঘদন ধরে ব্যবসা বন্ধ থাকায় বেকায়দায় ব্যবসায়ীরা। হিমশিম খাচ্ছে দোকানের কর্মচারীদের বেতন দিতে। প্রায় কর্মচারীরা নিম্নবিত্ত আর মধ্যবিত্ত পরিবারের দেশের এই সংকটময় মূহুর্তে কেউ খবর নিচ্ছে না, সরকারি কোনো প্রণোদনা পাচ্ছে না বলে জানিয়েছে তারা। সাথে নষ্ট হয়ে যাচ্ছে তাদের লক্ষ লক্ষ টাকার মালামাল।

এ প্রসঙ্গে বৃহত্তর বার্মিজ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মুছা কলিমউল্লাহ জানিয়েছে, দেশের পর্যটন শিল্পে বার্মিজ মার্কেটের অবদান অনেক। দেশের রাজস্ব খাতেও অনেক ভূমিকা রাখে বার্মিজ মার্কেট। দেশের এই বৈশ্বিক মহামারীতে জীবনযাবনে হিমশিম খাচ্ছে ব্যবসায়ী আর কর্মচারীরা। এমনকি এমন চলতে থাকলে ব্যবসায়ীরা দেওলিয়া হয়ে যাবে বলেও জানান তিনি।

দেশের এই ক্রান্তিলগ্নে ব্যবসায়ী-কর্মচারীদের পাশে দাড়াঁনোর জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন তিনি।