কক্সবাজারের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট ◑ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিন্ধান্তের আলোকে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের উদ্যোগে যানজট নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় শহরের যানজট নিরসনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়। গৃহিত সিদ্ধান্ত অনুসারে লিংক রোডের তিন রাস্তার মাথা থেকে সব কাউন্টারগুলোকে এমন স্থানে সরিয়ে নেয়া হবে যার ফলে কোন যানজট তৈরি হবে না।

লিংকরোডে কোন যানবাহন পার্কিং করতে দেয়া হবে না। কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রবেশ ও বহির্গমন পথ হবে একমুখি। প্রধান সড়ক হয়ে গাড়ি প্রবেশ করতে পারবে, বের হবে পেছনের সড়ক দিয়ে। টার্মিনালের আশপাশে রাস্তার উপর কোন বাস দাঁড়াতে পারবে না। এছাড়াও সভায় সিদ্ধান্ত হয়, কলাতলী মোড় থেকে লাবনী মোড় পর্যন্ত সড়কের উভয় পাশে দুইটি বিকল্প সড়ক তৈরী হবে। ওই বিকল্প সড়ক দিয়েই রিক্সা এবং টমটম চলাচলের ব্যবস্থা নেয়া হবে। শহরের ভেতরে আরও কয়েকটি বিকল্প সড়ক নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হবে। টমটমগুলো যত্রযত্র দাঁড়িয়ে যাত্রী নিতে পারবে না। এ বিষয়ে ট্রাফিক বিভাগ এবং কক্সবাজার পৌরসভা টমটম চালকদের প্রশিক্ষনের ব্যবস্থা করবে।

সভার সিদ্ধান্ত হয়, টমটমের সংখ্যা আড়াই হাজারেই সীমাবদ্ধ রাখা হবে। এইসব টমটমের লাইসেন্স ডিজিটাল করা হবে। অবৈধ যানবাহানের বিরুদ্ধে অভিযান চালানো হবে নিয়মিত। এছাড়াও পূর্বের সিদ্ধান্ত অনুসারে রাত ১০ টার পরে এবং সকাল ৮ টার আগে শহরে ভারী যানবাহন শহরে প্রবেশ করতে পারবে। অন্য সময় ভারী যানবাহন চলাচল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম মাহফুজুর রহমান, কক্সবাজার ট্রাফিক পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার বাবুল বণিক, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমুখ।