কক্সবাজারের প্রধান সড়কের সংস্কারে নেমেছে কউক

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কক্সবাজার শহরের প্রধান সড়কের খানাখন্দের ব্যাপক প্রতিক্রিয়ার জের ধরে সোমবার সকাল থেকে প্রধান সড়কের সংস্কার শুরু করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। একই সঙ্গে সোমবার বিকালে কক্সবাজার প্রেসক্লাবে প্রধান সড়ক ইস্যুতে নাগরিক সভা আহবান করা হয়েছে।

সোমবার সকাল থেকে শহরের কয়েকটি স্থানে ইটের খোয়া ফেলে সড়ক সংস্কার করছে কউকের লোকজন।

জানা গেছে, শহরের প্রধান সড়ক সংস্কারে নির্দেশ দিয়েছেন কউক চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ। তাই জরুরী ভিত্তিতে এই সড়কে সব গর্ত ভরাট করার কাজ শুরু করা হয়েছে। আজকালের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

এদিকে সড়কটি বর্তমানে চলাচলে সম্পূর্ণ অযোগ্য হয়ে গেছে দাবি করে চরমভাবে ক্ষেপে উঠেছে শহরের সচেতন মানুষ।