অভিনব কায়দায় স্যান্ডেলের ভীতরে ইয়াবা পাচারকালে দুই রোহিঙ্গা যুবক আটক

চট্টগ্রাম – কক্সবাজার থেকে সৌদিয়া পরিবহনে করে ইয়াবা নিয়ে ঢাকায় যাওয়ার পথে মাদক পাচারকারী দুই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে নগরীর কোতোয়ালী থানা পুলিশ।

অভিনব কায়দায় পরনের স্যান্ডেলের ভীতর করে পাচারকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

মঙ্গলবার দিবাগত রাত কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার মোড়স্থ ব্রীজঘাট সংযোগ সড়কে এ অখিযান চালানো হয়।

আটক দুই রোহিঙ্গা যুবকের নাম মোঃ হোসেন (২০) ও মোঃ সুলতান ইসলাম (১৮)।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মো মহসীন বলেন, গোপন সংবাদে কক্সবাজার থেকে সৌদিয়া পরিবহনে ইয়াবার চালান ঢাকায় যাওয়ার খবরে ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট সংযোগ সড়কে বিশেষ চেক পোস্ট বসিয়ে পুলিশ তল্লাশীকালে কক্সবাজার হতে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের বাস নম্বর-চট্টমেট্রো-ব-১১-০৭২৫ পৌছলে। তা থামিয়ে সন্দেহজনক দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা পুলিশের জেরারমুখে ইয়াবা পাচারে কথা স্বীকার করে এবং দুই যুবক পরিহিত চামড়ার স্যান্ডেলের ভীতরে অভিনব কৌশলে রাখা দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেয়।

জিজ্ঞাসাবাদে তারা একই পদ্ধতিতে আরো একাধিকবার ইয়াবা পাচার করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

এসআই আবদুর রব বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।